যশোর প্রতিনিধি:
আজ রোববার সকালে আকাশের দিকে তাকিয়ে গোমড়া মুখই দেখছে যশোরবাসী। কয়েকবার রোদের মুখ দেখা গেছে বটে, তা অবশ্য ক্ষণিকের। এর পরই আকাশ ঢেকেছে মেঘে। কখনো হঠাৎ বৃষ্টির ফোঁটা ঝরেছে। ঝিরিঝিরি বৃষ্টি নাগরিক জীবনে বিড়ম্বনা সৃষ্টি করেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমনটা আজ দিনভর চলবে। রোদ-ঝলমলে আকাশের জন্য কাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আবহাওয়া অধিদপ্তরের আজকের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ও সোমবার দুপুর পর্যন্ত যশোরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সকাল ৬টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।