More

    মনের মেঘ…

    ফারজানা রহমান, এ্যানি:

    আজ সারাদিন মাথার মধ্যে একটাই সুর খেলা করে যাচ্ছে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ..।

    বাইশে শ্রাবন মানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওর সবটা জুড়ে দখল করে নেয়। নিজে খুব ভাল গান করতে পারেনা বলে ওর কোন দুঃখ নেই।

    এ পৃথিবীতে সবাই সব কিছু ভাল পারে না। তাই বলে রবীন্দ্রনাথের গান নিয়ে ব্যস্ত থাকতে পারবে না ,তাতো হয় না !

    বাবা রবীন্দ্রনাথের ভক্ত ছিল বলে মেয়ের নাম রেখেছেন লাবন্য।

    যদিও শেষের কবিতার সেই শান্তশিষ্ট ভাবুক মেয়ের সাথে বাস্তবে কোন মিল খুঁজে পাওয়া যাবে না এই লাবন্যের।

    উচ্ছল এক তরুণীর মূর্তিমান প্রতিচ্ছবি আজকের লাবন্য।

    তাই ওর বন্ধুদের ‌কাছে ও বেশি পরিচিত বন্য বলে। কেউ কেউ আকার লাগিয়ে বলে সবাইকে ভাষিয়ে নেওয়ার জন্য ওর নাকি জন্ম হয়েছে!

    সেই ছোট্ট বেলা থেকেই দেখে আসছে বাবা বেশ আয়োজন করে বাইশে শ্রাবন পালন করেন।

    ও কত বার জানতে চেয়েছে পঁচিশ বৈশাখ না করে বাইশে শ্রাবন এত তোমার কাছে গুরুত্বপূর্ণ কেন বাবা?

    মানুষ তো তার জন্মদিন বেশি গুরুত্ব দেয়। তুমি তার উল্টোটা করো?

    মা মিটিমিটি হাসেন আর বলেন মেয়ের কথায় যুক্তি আছে, উত্তর দেও এবার।

    বাবা উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পরেন। আজ অবধি তার কোন যথাযথ উত্তর পাওয়া যায়নি।

    তবে এইটুকু শুধু বলেন পেয়ে হারানোর কষ্ট কি করে উপেক্ষা করি বলতো মা?

    আমাদের মত মানুষ কে তিনি অতালান্ত মুগ্ধতার মধ্যে নিবিষ্ট করে গেছেন রে মা !

    এমন একটা পরিবেশে বেড়ে উঠা লাবন্য তাই ছোট বেলা থেকে জেনে আসছে ভালোবাসতে হবে রবীন্দ্রনাথকে।

    ওর প্রতি জন্মদিনে বাবা অন্য উপহারের সাথে একটা তাঁতের শাড়ি দেওয়া চাই।

    আর তাই শাড়ির প্রতি একটা আলাদা মোহ আছে লাবন্যর। ওর পোশাক নিয়ে বাড়িতে কেউ কখনো কোন আপত্তি করেনি।

    তাই সহজে পরিধান করা যায় বলে লাবন্য টিশার্ট আর জিন্স পড়তেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

    তবে বাইশে শ্রাবন যখন তাঁতের শাড়ি পড়ে খোঁপা বেঁধে বেলী ফুলের মালা জরিয়ে একের পর রবীন্দ্রনাথের গান করে তখন সবাই অবাক হয় ওর এই আকাশ পাতাল পরিবর্তীত রুপ দেখে।

    সবাই তখন মুগ্ধ হয়ে যায় এই রবীন্দ্র ভক্তকে‌ দেখে।

    এমন এক বাইশে শ্রাবণ ওর সাথে প্রথম দেখা হয়েছিল বর্ষনের।

    বাবার সহকর্মী হলেও বন্ধুদের একজন। শ্রাবন মাসের এই দিনে জন্ম বলে ওর নাম বর্ষন।

    বয়সে লাবন্যর থেকে বেশ কিছুটা বড় হলেও বর্ষনের সাথে আড্ডা দিতে বেশ লাগতো ওর। সদা হাস্যোজ্জ্বল ছোট করে কথা বলা এই মানুষটি কে তাই ঘিরে রাখতো অনেকেই।

    বর্ষনের উপস্থিতি মানে অন্য এক আলোয় আলোকিত হতো বৈঠকখানা। আর তাই আড্ডা মানেই সবার কাম্য ছিল বর্ষনের উপস্থিতি।

    বেশ কিছু দিন ধরে লাবন্যের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন খেয়াল করছে মা। মেয়েটা এখন আর টিশার্ট আর জিন্স পড়ছে না।

    নিজের সংগ্রহে মনের মতো শাড়ি না পেলে মায়ের আলমারি ঘাঁটাঘাঁটি করছে। যাকে বিশেষ দিবস ছাড়া একদম শাড়ি পড়ানো যেত না, সেই মেয়ে কিনা প্রায় প্রতিটি আড্ডায় নিজে থেকে শাড়ি পড়েছে।

    ওর মধ্যে কিসের যেন একটা অপেক্ষা! মায়ের চোখকে ফাঁকি দিতে পারলো না লাবন্য।

    তিনি ‌ঠিকই বুঝতে পারলেন মেয়ের এত সব পরিবর্তনের কারিগর বর্ষন।

    মা বেশ চিন্তিত হয়ে পড়লেন। মেয়েটাকে বোঝাবেন কি করে ? এই প্রথম লাবন্য কোন পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে।

    ওর তো কোন দোষ নেই। বর্ষন কি সব জেনেও লাবন্য কে নিয়ে খেলা করছে? তা কি করে হয়,ওতো কখনো লাবন্যের সাথে আলাদা ভাবে আড্ডাও দেই না।

    তাছাড়া বর্ষনের মত এত দায়িত্বশীল মানুষের পক্ষে এটা কখনো করা সম্ভব নয়! হয়তো লাবন্য বর্ষন সম্পর্কে সব কিছু না জেনেই ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে!

    মা হিসেবে মেয়ের মনের এত বড় ক্ষতি কি ভাবে আটকাবেন তিনি?

    আবার ফিরে এলো বাইশে শ্রাবণ। লাবন্যোদের বৈঠকখানা আজ গমগম করছে। লাবন্যের মায়ের ইচ্ছেতেই এবার আয়োজন অনেক বড় করেছেন রহমত সাহেব।

    একে একে আমন্ত্রিতরা আসছে। সবার শেষে এলো বর্ষন, সাথে পরীর মত দশ বছরের এক কন্যাশিশুকে নিয়ে। মেয়েকে শাড়ি পড়িয়ে আনতেই এত দেরি হয়ে গেছে বলে দুঃখ প্রকাশ করলেন।

    গানের আসর বসলো। একে একে সবাই গান করছে। লাবন্যের সময় এলে ও ধরলো আমি জেনে শুনে বিষ করছি পান..।

    গানের সাথে সাথে মেয়েটা একদম নিঃশেষ হয়ে যাচ্ছিল । তা শুধু দুরে বসে লাবন্যের মা অন্তর থেকে অনুভব করছিলেন ।

    আর মনে মনে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেছিলেন মেয়েটা যেন সব সহজ ভাবে মেনে নিয়ে সেই আগের লাবন্য হয়ে সব দুঃখ কষ্ট ভুলে মনের আকাশের সব মেঘ দু হাত দিয়ে সরিয়ে দেয়..

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img