More

    অস্কারে সেরা ছবি ‘কোডা’

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    অস্কারের ৯৪তম আসরে সেরা ছবি হিসেবে বিজয়ী হয়েছে কোডা’। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’, ‘কিং রিচার্ড’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘ডুন’, ‘লিকোরিস পিৎজা’র মতো বছরের আলোচিত সিনেমাগুলোকে পাশ কাটিয়ে সেরা ছবির পুরস্কার জয় করে নিল কোডা। কোডা ছবির গল্পকার ও পরিচালক আমেরিকান নির্মাতা সিয়ান হেডার। একটি বধির পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

    Image 10000 119
    তিন ক্যাটাগরিতেই অস্কার বিজয়ী কোডা

    কোডা’র কাহিনি সংক্ষেপ এমন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সমুদ্রবেষ্টিত শহর গ্লুচেস্টারের রসি পরিবারের মেয়ে রুবি রসি। তার বাবা-মা এবং ভাই- তিনজনই বধির, শুধু রুবি রসি ছাড়া। নিজের পরিবার ও জীবনের ছোট ছোট আনন্দ-বেদনা নিয়েই কাটে তার দিন।

    Image 10000 120

    পারিবারিক মাছের ব্যবসায় ধস নামলে রুবি বাবাকে সাহায্য করতে চায়; কিন্তু নিজের মনের একান্তে লালিত স্বপ্নও তার পিছু ছাড়ে না। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় রুবি; কিন্তু পরিবারের দায়িত্বও সে ছাড়তে চায় না। এমনই একটি সুন্দর গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘কোডা’।

    Image 10000 121

    রুবি রসি চরিত্রে অভিনয় করেছে ব্রিটিশ অভিনেত্রী ও গায়ক এমিলিয়া জোনস। ২০১৪ সালে ফ্রেঞ্চ-বেলজিয়ান সিনেমা ‘লা ফ্যামিলে বেলিয়ার’-এর ইংরেজি রূপায়ণ ‘কোডা’ এবার অস্কারে মনোনয়ন পেয়েছিল সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা সেরা আত্তীকৃত চিত্রনাট্য এই তিন ক্যাটাগরিতে।

    তিনটি বিভাগেই পুরস্কার লাভ করেছে সিনেমাটি। সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে রুবির বাবা ফ্রাঙ্ক রসির চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন ট্রয় কটসার। অস্কারের ইতিহাসে দ্বিতীয় বধির শিল্পী হিসেবে পুরস্কার পেলেন কটসার।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img