যশোর প্রতিনিধি:
মঙ্গলবার মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। উপজেলার ছয়টি মহাবিদ্যালয়ের এক হাজার ৬৫ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে ফাইজারের টিকা গ্রহণ করেছেন।
আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) বাকি আট মহাবিদ্যালয়ের ৭৮৫ পরীক্ষার্থী টিকা নেবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ, সিভিল সার্জন দফতরের চিকিৎসক রেহেনেওয়াজ, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবাকর মন্ডল, মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দফতরের সহকারী জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার রাজগঞ্জ মহাবিদ্যালয়ের ৩৫৯ জন, চিনাটোলা মহাবিদ্যালয়ের ১০৭ জন, মশিয়াহাটি মহাবিদ্যালয়ের ১৬৮ জন, সম্মিলনী মহাবিদ্যালয়ের ১৬৩ জন, গোপালপুর মহাবিদ্যালয়ের ১১৮ জন ও ঢাকুরিয়া মহাবিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থী করোনার টিকা নিয়েছেন।