More

    ইউক্রেনে সামরিকের পর এবার সাইবার হামলা

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    ইউক্রেনে সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এতে ক্রমশ উত্যক্ত হয়ে উঠছে দেশ দুটির সীমান্ত। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি সূত্র বলছে, সাইবার হামলা চালিয়ে ইউক্রেনের ব্যাংকিং এবং অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় রাশিয়া। আর সেই আক্রমণ চালাতে ওয়াইপার নামে একটি ম্যালওয়্যার ব্যবহার করছে মস্কো।

    রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিদ্যমান টানাপড়েন যখন ধীরে ধীরে পাকতে শুরু করেছে, তখনই যুক্তরাষ্ট্র সতর্কবার্তা দিয়েছিল যে- ইউক্রেনে সাইবার হামলা চালাতে পারে রাশিয়া। এবার সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাশিয়া সামরিক অভিযান চালানোর পরপরই ইউক্রেনের নিরাপত্তা, অভ্যন্তরীণ, বিদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটগুলো একের পর এক কাজ করা বন্ধ করে দেয়।

    আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা- সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়ার পাশাপাশি সাইবার আক্রমণ চালিয়ে ইউক্রেনকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দিতে চায় রাশিয়া।

    সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, সাইবার হামলা চালিয়ে ইউক্রেনের ব্যাংকিং এবং অর্থনীতি ব্যবস্থাকে অচল করে দেওয়াই এখন রাশিয়ার লক্ষ্য। আর সেই আক্রমণ চালাতে ওয়াইপার নামে একটি ম্যালওয়্যার ব্যবহার করছে ভøাদিমির পুতিনের দেশ। ঘটনাচক্রে মাস দুয়েক আগেই হ্যাকিং সংক্রান্ত বেশ কয়েকটি সফটওয়্যার তৈরি করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, সেই সফটওয়্যার ব্যবহার করেই ইউক্রেনকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাতে পারে তারা।

    বর্তমানে যে ওয়াইপার ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে, আদতে সেই ম্যালওয়্যারের কাজটা ঠিক কী?

    বিশ্লেষকদের মতে, ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে সিস্টেমের সমস্ত তথ্য মুছে ফেলা হয়। ওয়াইপার ম্যালওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো, মুছে যাওয়া তথ্য পরবর্তী সময়ে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয়।

    শুধু তাই নয়, একটি গোটা সিস্টেমকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে এই ম্যালওয়্যার। এ রকম যুদ্ধ পরিস্থিতিতে এই ম্যালওয়্যার হামলাকারী দেশগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওয়াইপার ম্যালওয়্যার ব্যবহার করলে কে বা কারা সাইবার হামলাটি চালিয়েছে তার কোনো প্রমাণই থাকবে না। আর সেই সুযোগ নিয়েই গুপ্তঘাতকের মতো হামলা চালাতে চাইছে রাশিয়া।

    যে সিস্টেমের মাধ্যমে তথ্য উদ্ধার করা সম্ভব, সেই সিস্টেমকেও একেবারে অথর্ব বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ম্যালওয়্যার।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img