প্রভাতী বার্তাকক্ষ
কাজ করিয়েও পুরো টাকা না দেওয়ায় এক ব্যক্তি সাড়ে ৩ লাখ টাকার জন্য প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিলেন।
ক্ষতিগ্রস্থ ব্যক্তির নাম জে কুর্জি। ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা ওই সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন তিনি। তার পর সেটিকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটির কাজ শুরু হয়। মিস্ত্রির পাওনা টাকার ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা তিনি মিটিয়েও দেন। এরপরে, মিস্ত্রি আরও ৩ লাখ ৬০ হাজার টাকা পেতেন।
জে-র সঙ্গে এই টাকা নিয়ে মিস্তির বাকবিতণ্ডা হয় একাধিকবার। জে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি ছাড়া মিস্ত্রি আর কিছু করতেও পারছিলেন না।
সম্প্রতি বাড়ি থেকে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন জে। সেই খবর পেয়েই লোকজন নিয়ে তাঁর ফাঁকা বাড়িতে হানা দিয়ে বাড়ির ছাদ, বর্ধিত অংশ-সহ অনেকটাই ভেঙে দেন তিনি।
এ খবর জানার পরে জে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।