More

    মুম্বাইকে হারাল মুস্তাফিজহীন দিল্লি

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    কেবল দুই বিদেশি নিয়েই মাঠে নেমে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। ছিলেন না বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানও। ম্যাচের বেশির ভাগ সময়ও চাপেই ছিল দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত ললিত ইয়াদবের কার্যকরী ও অক্ষর প্যাটেলের ঝড়ে দারুণ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস।

    ব্র্যাবোর্নে অনুষ্ঠিত ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় মুম্বাই। ওই লক্ষ্য ১০ বল হাতে রেখে টপকে গেছে দিল্লি।

    শুরুতে ব্যাট করতে নেমে ঈষাণ কিষাণকে সঙ্গে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন। ৩২ বলে ৪১ রান করে অধিনায়ক রোহিত ফিরলে এই জুটি ভেঙে যায়। বাকি ব্যাটসম্যানরা কেউই সেভাবে সঙ্গ দিতে পারেননি কিষাণকে। তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

    ৪৮ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন ঈষাণ কিষাণ। ১৫ বলে ২২ রান করে তাকে কিছুটা সঙ্গ দেন তিলক ভার্মা। দিল্লির হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদ্বীপ ইয়াদব।

    মুম্বাইকে জবাব দিতে নেমে টিম সেইফার্টের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন পৃথ্বী শ। ১৪ বলে ২১ রান করে অশ্বিনের বলে সাজঘরে ফেরত যান সেইফার্ট, এই জুটি ভেঙে যায়। স্কোরবোর্ডে আরও দুই রান যোগ করতে আরও দুটি উইকেট হারিয়ে ফেলে দিল্লি।

    এরপর পৃথ্বীর সঙ্গে ৪০ রানের জুটি গড়েন ললিত। ২৪ বলে ৩৮ রান করে শ ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর ইনিংসের হাল ধরেন ললিত। ৩৮ বলে ৪৮ রান করে শেষ অবধি অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ললিত। তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। ২ চার ও ৩ ছক্কায় ১৭ বলে ৩৮ রান করেন তিনি।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ