প্রভাতি সংবাদ:
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে লড়েছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। কিন্তু তিনি হেরে যান। পরবর্তীতে এই পদে মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী অ্যাকশন হিরো রুবেল পদত্যাগ করে সেখানে রিয়াজকে বসাবেন গুঞ্জন উঠলেও সেটি আর হয়নি। তবে শেষমেশ শিল্পী সমিতিতে ঠিকই পদ পেলেন রিয়াজ।
যদিও সহ-সভাপতি নয়, কার্যনির্বাহী পদে বসানো হচ্ছে এই অভিনেতাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী চিত্রনায়িকা রোজিনা। তারই স্থলাভিষিক্ত করা হচ্ছে রিয়াজকে। শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতিতে কার্যনির্বাহী পরিষদের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন বিকাল চারটায় শুরু হওয়া ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নিপুণ আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ আরমান এবং কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, অমিত হাসান ও কেয়া।
যদিও শনিবারের মিটিংয়ে উপস্থিত ছিলেন না চিত্রনায়ক রিয়াজ। তবে খবরটি ইতোমধ্যে তার কানে গেছে। এ প্রসঙ্গে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে রিয়াজ বলেন, ‘রোজিনা আপার পদত্যাগের কারণে যে পদটি শূন্য হয়েছিল, সেখানে আমাকে নেওয়া হয়েছে। যারা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাদের ধন্যবাদ।’
তবে লিখিত চিঠি এখনো পাননি বলে জানান ‘প্রাণের চেয়ে প্রিয়’ তারকা। অভিনেতা বলেন, ‘চিঠি পেলে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবো।’ রিয়াজ দাবি করেন, ‘কমিটিতে না থাকলেও শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে চলচ্চিত্রের উন্নয়নে বিগত দিনেও কাজ করেছি, এখনো করতে চাই। তবে কমিটিতে থেকে আরও ভালোভাবে কাজ করা যায়।’
এর আগে গুঞ্জন উঠেছিল, পদত্যাগপত্র জমা দিলেও সেটি তুলে নেবেন রোজিনা। কিন্তু নায়িকা তা করেননি বলে জানান নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। এই নায়ক জানান, ‘আমি রোজিনা আপাকে বৃহস্পতিবার ফোন দিয়েছিলাম। তিনি ঠিকমতো সমিতিতে সময় দিতে পারবেন না। তাই পদে থাকতে চাননি।’
এদিকে, শনিবারের ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী দুই সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল এবং রুবেল। ছিলেন না আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক জয়সহ কার্যনির্বাহী সদস্য সূচরিতা, অরুনা বিশ্বাস এবং মৌসুমীরাও। এই প্যানেল থেকে শুধু উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা।