ফারুক হোসেন:
করোনার দ্বিতীয় ঢেউ’তে বিপদগ্রস্থ দরিদ্র, অসহায় ও কর্মহীনদের মাঝে ঝিকরগাছা উপজেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ জুলাই) সকালে ঝিকরগাছা সরকারী এমএল মডেল হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা সেলুন সমিতি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, থ্রী হুইলার, সিএনজি, ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ অসহায় দারিদ্র ও কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন। করোনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।’
উপকারভোগী করিম উদ্দিন বলেন, ‘কোন কাজ কাম নেই, এসময় এরকম সাহায্য পেয়ে উপকার হইলো। খুব ভাল হইছে।’
অন্য উপকারভোগী রহিমা বেগম বলেন, ‘লকডাউনে কিছু করতে পাচ্ছি নে। কোন রোজগার নেই। এরকম সাহায্য দেওয়ার জন্যে শেখের বেটিরে ধন্যবাদ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভগত বিশ্বাস।
এছাড়াও জেলা যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, নাসির উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নাঈমুর রহমান হৃদয়, হান্নান হোসেন, আরাফাত হোসেন শান্ত প্রমুখ।