নাসিমা আক্তার জানান তার স্বামী পেশায় ভ্যানচালক। করোনা প্রাদুর্ভাবের কারণে চলমান লকডাউনে সে ঠিকমত ভ্যান চালাতে পারছিলেন না। বাড়িতে খাদ্যপণ্যের সংকটে ছাত্রলীগের এক প্যাকেট সবজি দিয়েছে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পরেন।
ফারুক হোসেন, ঝিকরগাছা, যশোরঃ
ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৫০টি দরিদ্র অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে নির্বাসখোলা বাজারে মহামারী করোনা সংকটে অসহায়দের পাশে দাঁড়াতে ঝিকরগাছা উপজেলাধীন নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ করা হয়েছে। সবজির মধ্যে ছিল আলু, পটল, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান হোসেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে, দেশের প্রত্যেকটি নাগরিকের খাদ্য নিরাপত্তাটা যেন নিশ্চিত এবং প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায় সেজন্য বিশ্ব মানবতার মা, দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও বিপ্লবী সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব এর নির্দেশনায় আমরা সবজি বিতরণ গ্রহণ করেছি।
সবজি পেয়ে খুশি সাধারণ মানুষ
উপকারভোগী নার্গিস বেগম বলেন, চলমান লকডাউনে দিনমজুর স্বামীর কাজকর্ম না থাকায় খুব অভাবের মধ্যে ছিলাম, ছাত্রলীগের ছেলেদের কাছ থেকে যে তরকারী পেয়েছি সেটা পেয়ে খুব উপকার হলো।
নাসিমা আক্তার জানান তার স্বামী পেশায় ভ্যানচালক। করোনা প্রাদুর্ভাবের কারণে চলমান লকডাউনে সে ঠিকমত ভ্যান চালাতে পারছেনা। এমন অবস্থায় বাড়িতে খাদ্যপণ্যের সংকট ছিল। ছাত্রলীগ তাদের এক প্যাকেট সবজি দিয়েছে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পরেন।
সবজি নিতে এসেছিল ষাটোর্ধ্ব জরিমন্নেছা। কাঁপা কাঁপা কন্ঠে ছাত্রলীগের জন্য প্রাণভরে দুয়া করলেন।
শামীম নামের একজন বললেন, লকডাউনে খুব অসুবিধার মধ্যে ছিলাম।ছাত্রলীগ তাকে ছিল আলু, পটল, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি দিয়েছে। তিনি খুব খুশি হয়েছেন।
সবজি খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, নাভারন ইউনিয়ন ছাত্রলীগ নেতা খান শাকিল, নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাসিম রেজা, এ আর অয়ন, ফয়সাল আহম্মেদ, শিহাব উদ্দীন, জহুরুল হক, আকাশ রহমান প্রমুখ।
এবিষয়ে যশোর জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, চলমান লকডাউনে সারাদেশের মানুষ বিপদগ্রস্থ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়েছে। এইসব অসহায় মানুষদের অসুবিধার কথা বিবেচনা করে যশোর জেলা ছাত্রলীগ সবজি বিতরণ করছে।
এই কার্যক্রম এখন ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে গেছে বলে তিনি জানান।
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, সমস্ত ভাল কাজে ছাত্রলীগ এগিয়ে থাকবে। তিনি বলেন, ভ্যানচালক ভ্যান নিয়ে বের হতে পারছেনা। তাদের তো খেতে হবে। ছাত্রলীগ যদি তাদের তিনদিনেরও সবজি দিতে পারে তবে সেটাই উপকার।
তিনি জানান, যশোর জেলা ছাত্রলীগের এই কার্যক্রম সমস্ত জেলাব্যপী ছড়িয়ে পরেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে গরীব দুখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে খাদ্য সহায়তা করছে ছাত্রলীগ।
এর আগে শুক্রবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ করা হয়েছিল।
যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যাগে গরীব অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করে। শুক্রবার সকালে কৃষ্ণনগর সম্মীলনী মোড়ে একশত পরিবারকে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানিয়েছিলেন, যশোর জেলা শাখার সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব এর নির্দেশনায় আমরা আজ একশত পরিবারকে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করেছি।
মুঠোফোনে উপজেলা ছাত্রলীগের সভাপতি জানান, পর্যায়ক্রমে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের পক্ষ থেকে সবজি বিতরণ করা হবে।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সাধারণ সম্পাদক কামাল হোসেন,ছাত্রনেতা আরিফুর রহমান, নাঈমুর রহমান হৃদয়,হান্নান হোসেন,জাহিদ হাসান,শিহাব উদ্দিন রাজ,চয়ন,সানি,রিপুল প্রমুখ।
সার্বিক বিষয়ে প্রভাতী সংবাদের প্রতিনিধির সাথে কথা বলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
তিনি বলেন দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। ইতিহাস সাক্ষী যখনই দেশ কিংবা দেশের মানুষ বিপদে পড়েছে তখন ছাত্রলীগ নিজের জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়েছে।
তিনি বলেন, করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে ছাত্রলীগের ছেলেরা মানুষকে খাবার দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনা যেই সংগঠনের অবিভাবক তারা সর্বদা ভাল কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রাখে।