জকিয়া রিপা:
তোমার চোখের প্রতিটা পলক এখন আমি পড়তে পারি।
তোমার কন্ঠ শুনলেই বুঝি,কতটা সময় আমার জন্য অপেক্ষা করছ
তোমার আকুতিতে আমায় দেখার তৃষ্ণাটা বুঝতে পারি আমি
তোমার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকি।
তুমি ক্রমশঃ আমার দৃষ্টিতে ছোট হতে হতে এক সময় মিলিয়ে যাও,
আমার চোখ ভরে আসে জলে।
বুঝতে পারি তোমার আমার মাঝে শুধুই প্রেম নয়,
মায়া যেনো আমার সত্ত্বাটাকেই দখল করে নিয়েছে।
ইচ্ছে করে যাপিত জীবনের সব বাধা বিপত্তি পেরিয়ে চলে যাই,
হারিয়ে যাই,পালিয়ে যাই তোমায় নিয়ে কোন এক অচিনপুরে।
সেই দুরন্ত দিনগুলি কিংবা স্বপ্ন বিস্তৃত ক্ষণ গুলি নাইবা আসুক জীবনে।
নাহয় একটা মায়ার বাঁধন হয়েই থেকো, আমার এই নিঃসঙ্গ জীবনে।
লেখক: শিক্ষিকা ও কবি