More

    চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন বুথ স্থাপন

    যশোর ব্যুরো :

    যশোরের চৌগাছা ছাত্রলীগের উদ্যোগে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে।

    প্রযুক্তিগত সেবার বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশনে সার্বিক সহযোগিতা প্রদান করছে চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ।

    শনিবার (১০ জুলাই) চৌগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কংশারিপুর দাসপাড়া, ৪ নং ওয়ার্ডের সরদার পাড়া, হাকিমপুর ও সিংহঝুলী কবিরাজপাড়ায় বিকাল থেকে এই কার্যক্রম চলছে।

    চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য ও যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবের নির্দেশনায় ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের অনুপ্রেরণায় শনিবার বিকাল থেকে আমরা শুরু করেছি করোনা ভ্যাকসিন গ্রহণের ফ্রি রেজিস্ট্রেশন বুথ। অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরো জানান, চৌগাছা উপজেলায় এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই স্বচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার কারণে অনেক মানুষ এখনো টিকা গ্রহণ করেনি। এ অবস্থায় তাদের জটিলতা কমিয়ে সাধারণ মানুষ যাতে টিকা নিতে পারে সেকারণে বিনামূল্যে ছাত্রলীগ এই সেবামূলক কার্যক্রম শুরু করেছে।’

    ‘রবিবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আমরা সাধারণ মানুষকে এই সেবা দেয়া হবে। পাশাপশি বিভিন্ন বাজারে বাজারে ও এলাকায় গিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে নাম নিবন্ধন করিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে।’

    আতঙ্কিত না হয়ে (৩৫ ঊর্ধ্ব ব্যক্তিদের) করোনা টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

    এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ, আবিদুজ্জামান জিসান, তাহমিদ শাকিল, শাহেদ পারভেজ, অসীম কুমার রাজ, শিপন কুমার, অন্তর, জয়ন্ত কুমার, আনন্দ, জয়, সাফায়েত হোসেন শোভন, জাহিদ হাসান, রেজা রহমান, হুসাইন হোসেন, পিয়ারুল ইসলাম, আশিকুর রহমান, অনিক কুমার মিত্র প্রমুখ।

    এসময় সেবা নিতে আসা সাধারণ জনতা উচ্ছাস প্রকাশ করেন। টিকা নিবন্ধনের বুথ স্থাপন করায় ছাত্রলীগের নেতাকর্মীকে ধন্যবাদ জানান তারা। এছাড়া ভ্যাকসিন কার্যক্রমের মত মহৎ উদ্যোগ গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন তারা।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img