বিশেষ সংবাদদাতা:
ই-সিএমএ গ্রুপের আয়োজনে ৪ জুন শুক্রবার সন্ধ্যায় ফল রপ্তানি সম্ভাবনার উপর একটি অনলাইন আলোচনা(ওয়েবিনার) অনুষ্ঠিত হয়।
ফল রপ্তানির সম্ভাবনা শীর্ষক এই ফেসবুক লাইভ আলোচনায় অংশ নেন সাপ্লাই চেইন বিশেষজ্ঞ জনাব মজিবুল হক, ম্যানেজমেন্ট একাউন্টেন্ট জনাব শুভ মোহাম্মদ আল আমিন, এফ সি এম এ, এবং প্রভাতী সংবাদের সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুস সালাম খান স্বপন।
আলোচনায় জনাব মজিবুল হক ফল ও সবজী রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের গুরুত্ব তুলে ধরেন। তিনি ফল রপ্তানিতে গুড এগ্রিকালচারাল প্রাক্টিসের ধাপ গুলো তার আলোচনায় তুলে ধরেন।
ব্যাবসার ব্যাকওয়ার্ড লিংকেজ ও ফরোয়ার্ড লিংকেজ এ একজন উদ্যোগতার প্রয়োজনীয় করনীয় সম্বন্ধে বিষদ আলোচনা করেন।
তার আলোচনায় বিশ্ববাজারে বাংলাদেশি ফল ও সবজীর মান উন্নয়নে চাষী থেকে সর্ব স্তরে প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরেন।
জনাব শুভ মোহাম্মদ আল আমিন তার বক্তব্যে ব্যাবসায় ভ্যালু চেইনের গুরুত্ব তুলে ধরেন। তিনিও গুড এগ্রিকালচারাল প্রাকটিস এর গুরুত্ব তুলে ধরেন।
এ সংক্রান্ত ব্যাবসার লজিষ্টিক ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উদ্যোগতাদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যাবসার প্রতিটি ধাপে বিশেষায়িত এক্সপার্ট গ্রুপ তৈরির গুরুত্ব তুলে ধরেন।
প্রভাতি সংবাদের সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুস সালাম খান স্বপন কৃষি সম্পর্কিত তথ্য প্রান্তিক চাষীদের দোরগোড়ায় পৌছানোর গুরুত্ব তুলে ধরেন।
তিনি প্রান্তিক চাষী ও উদ্যোগদাদের এ সংক্রান্ত প্রশিক্ষণ ও পর্যাপ্ত তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে উপস্থাপন করেন।
বর্তমান সময়ে কৃষি ও কৃষি সাংবাদিকতায় আরও মেধাবি ও দক্ষ জনবল আসছে এবং আরও আসবে এই আশাবাদ ব্যাক্ত করেন।
তানজিনা হক, এ সি এম এর সমাপনী বক্তব্যে প্রানবন্ত এই লাইভ আলোচনাটি শেষ হয়।