জাকিয়া রিপা:
তুই মানে আমার কাছে
একটি পদ্ম ফুল।
আমি মানে তোর কাছে
হাজারও অভিযোগ।
তুই মানে আমার কাছে
কষ্টের পরে সুখ
আমি মানে তোর কাছে
ঘুম ঘুম প্রভাতের আলোকিত মুখ।
তুই মানে আমার কাছে
ছোট্ট অভিমান
আমি মানে তোর কাছে
রাগ করলেই জান।
তুই হলি আমার কাছে
খুব চেনা এক সুর।
আমি মানে তোর ছায়া
কাছে থেকেও দুর।
লেখক: কবি ও শিক্ষিকা