চৌগাছা উপজেলার স্বরুপদাহ ও সুখপুকুরিয়া ইউনিয়নের চুটারহুদা,মাকাঁপুর বল্লভপুর, কাকুড়িয়া, হিজলিসহ আশেপাশের আরো কয়েকটি গ্রামের মানুষজনের পুড়াপাড়া হয়ে মহেশপুর যাতায়াতের জন্য এটিই একমাত্র সড়ক। এ রাস্তায় আপাতত কয়েকদিন ধরে ভ্যান, পিকআপ সহ হালকা,মাঝারি ও ভারি যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে ।
এস এ সিয়াম, চৌগাছা(যশোর):
যশোরের চৌগাছার চুটারহুদা-বল্লভপুর সড়কের উপর নির্মিত একটি ব্রীজ ভেঙে পড়েছে। ব্রীজ ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে এ অঞ্চলের সাধারন জনগন।
প্রভাতী সংবাদের এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পান, উপজেলার চুটারহুদা-বল্লভপুর সড়কের প্রাইমারি স্কুলের সামনেই ব্রিজটির প্রায় ধ্বসে পড়েছে। ব্রীজটির একপাশ ভেঙে বড়ো গর্তও তৈরি হয়েছে।
ভাঙ্গা অংশের কংক্রিট ও রড বেরিয়ে আছে। দ্রুত গর্তটি দ্রুত বড় আকার ধারন করার পাশাপাশি যেেকানো সময় পুরো ব্রীজটিই ধ্বসে যেতে পারে। এমতাবস্থাতেও ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করতে পারলেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম।
চৌগাছা উপজেলার স্বরুপদাহ ও সুখপুকুরিয়া ইউনিয়নের চুটারহুদা,মাকাঁপুর বল্লভপুর, কাকুড়িয়া, হিজলিসহ আশেপাশের আরো কয়েকটি গ্রামের মানুষজনের পুড়াপাড়া হয়ে মহেশপুর যাতায়াতের জন্য এটিই একমাত্র সড়ক। এ রাস্তায় আপাতত কয়েকদিন ধরে ভ্যান, পিকআপ সহ হালকা,মাঝারি ও ভারি যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে ।
এলাকাবাসীরা জানান, এই সড়ক দিয়ে পুড়াপাড়া বাজার হয়ে মহেশপুর, চৌগাছা ও যশোরসহ দেশের বিভিন্ন স্থানে রোগী পরিবহনসহ যাতায়াত ও পন্য পরিবহন হয়। সড়কের উপরে নির্মিত ব্রিজটি প্রায় দুই মাস আগে আংশিক ভেঙে পড়ে।
দিন যতই যাচ্ছে ততই ভাঙনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাছাড়া ভাঙা অংশটুকু বিশেষভাবে চিহ্নিত না করায় অজানা পথচারীরাও যেকোনো মূহুর্তে বড় দুর্ঘটনার শিকার হতে পারে। তাদের দাবী স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানালেও কোনো কাজ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। তাদেরকে তো কাজের সময় পাওয়া যায় না। দ্রুত এটা ঠিক না বড় দুর্ঘটনার শিকার হতে পারি আমাদের এলাকার মানুষ।
অন্য এক বাসিন্দা বলেন, ‘স্বরুপদাহ ও সুখপুকুরিয়া ইউনিয়নের চুটারহুদা,মাকাঁপুর বল্লভপুর, কাকুড়িয়া, হিজলিসহ আশেপাশের আরো কয়েকটি গ্রামের মানুষজনের পুড়াপাড়া হয়ে মহেশপুর যাতায়াতের জন্য এটিই একমাত্র সড়ক। আমাদের বিকল্প রাস্তা না থাকায় ভাঙ্গা ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে।’
এ বিষয়ে স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়র হোসেন প্রভাতী সংবাদ’কে বলেন, ‘সড়ক ও ব্রিজটি অনেক বছর আগে এল.জি.ই.ডি নির্মাণ করেছিলো। ব্রিজটি পুরাতন হয়ে যাওয়াতে কিছু অংশ ভেঙে গেছে। আর এটা তো এল.জি.ই.ডি’র দায়িত্ব আমাদের না।’
স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ নিয়ে প্রভাতী সংবাদের এ প্রতিবেদক মুখোমুখি হন উপজেলা প্রকৌশলি মনছুর রহমানের সাথে। তাকে ব্রীজটির ছবি দেখানো হলে তিনি জানিয়েছেন এটি একট ইউ ড্রেন।
উপজেলা প্রকৌশলি মনছুর রহমান বলেন, ‘জন দুর্ভোগ লাঘবে আমার যা যা করোনীয় সেটি অবশ্যই দ্রত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করবো।’
তাৎক্ষণিক একজন উপ-সহকারি প্রকৌশলিকে ঘটনাস্থল দেখতে পাঠিয়ে দেন উপজেলা প্রকৌশলি মনছুর রহমান।
প্রকৌশলি মনসুর রহমান এ সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করছে চৌগাছা’র সচেতন মহল। না হলে যেকোন সময় কোন দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এ ব্রিজ দিয়ে পারাপার করা সাধারণ মানুষেরা।