আন্তর্জাতিক ডেস্কঃ
ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত।
জীবনযাত্রার মান, স্বাধীনতা, লিঙ্গ সমতার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি স্কোর নিয়ে বর্তমানে এই দেশটি বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
সম্প্রতি এই সুখী দেশটিতে শ্রমশক্তির তীব্র ঘাটতি দেখা দিয়েছে।
এই ঘাটতি পুরণের জন্য অন্যান্য দেশ হতে ফিনল্যান্ড দক্ষ অভিবাসী কর্মী নিতে চায়।
ফিনল্যান্ড এর স্থানীয় নিয়োগ সংস্থা ট্যালেন্টেড সলিউশনের কর্মকর্তা সাকু তিহভরেনেন তাঁর এক এক সাক্ষাৎকারে এ কথা জানান ।
তিনি বলেন, আর এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দেশে বয়স্ক মানুষের সংখ্যা ব্যাপকহারে বাড়তে থাকায় সৃষ্ট ঘাটতি পূরণের জন্য কর্মক্ষম মানুষ দরকার।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ইউরোপের বেশিরভাগ দেশেই জন্মহার কম। ফিনল্যান্ডও এর ব্যতিক্রম নয়।
ফলে সেটির প্রভাব দেশের শ্রমবাজারে বেশ ভালোভাবেই পড়েছে।
জাতিসংঘের তথ্যসূত্রে মোতাবেক ফিনল্যান্ডে কর্মজীবী মানুষের প্রতি ১০০ জনের মধ্যে ৪০ জনের বয়সই ৬৫ ঊর্ধ্ব।
অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই বৃদ্ধ। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে জাপান।
ফিনল্যান্ডের সরকার বলেছে, জনসেবা ও ক্রমবর্ধমান পেনশন ঘাটতি মেটাতে অভিবাসী শ্রমিক দ্বিগুণ করতে হবে।
উল্লেখ্য, বিশ্বের এই সুখী দেশটি অভিবাসীদের নিকটও খুব প্রিয়।