More

    নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি পিংকির ফিফটি

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম আসরের শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। হেরেছে প্রথম দুই ম্যাচে। এর মাঝে একমাত্র প্রাপ্তি বাংলাদেশি ওপেনার ফারজানার হক পিংকির ফিফটি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি।

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সেদিন ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান করতে পেরেছিলেন এই বাংলাদেশি ব্যাটার।

    দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে নিগার সুলতানা জ্যোতিরা। এই ম্যাচে পিংকিকে ওপেনিংয়ে পাঠায় দল। শামীমা সুলতানার সঙ্গে ব্যাট হাতে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা উপহান দেন পিংকি। ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেন ৫৯ রান।

    শামীমা ৩৩ রানে আউট হলে আপনতালে খেলে যান পিংকি। সেই সঙ্গে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তুলে নেন প্রথম অর্ধশতকের ইনিংস। ব্যক্গিত ৫২ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৬৩ বলে খেলা তার এই ইনিংসটিতে রয়েছে মাত্র ১টি চার। আর স্ট্রাইক রেট ৮৩ প্রায়।

    ফারজানা হক পিংকির দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ নারী দল। যদিও জয়ের জন্য এই সংগ্রহ যথেষ্ট ছিল না। রান তাড়া করতে নেমে কিউই ওপেনার সুজি বীটসের দুর্দান্ত ফিফটির উপর ভর করে ৪২ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img