নিজস্ব প্রতিবেদক
ট্রান্সজেন্ডারদের কাজে সম্পৃক্ত করতে পশিক্ষনের মাধ্যমে কাজে নিয়োগ দিচ্ছে দেশের কোনো কোনো প্রতিষ্ঠান । এমনই একটি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
দেশজুড়ে ট্রান্সজেন্ডার, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর জন্য এ অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টিতে কাজ শুরু করেছে।
প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ দিয়ে রাইডার হিসেবে নিয়োগ দিচ্ছে ট্রান্সজেন্ডারসহ লিঙ্গবৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ের সদস্যদের। পাশাপাশি দিচ্ছে এ কাজে সহায়ক ডেলিভারি উপকরণ সাইকেল ও স্মার্টফোন সহ অন্যান্য সরঞ্জাম, যাতে তারা ফুডপ্যান্ডার রাইডার হিসেবে স্বাধীনভাবে ও গর্বের সাথে কাজ করতে পারে।
জানা গেছে, ইতোমধ্যে এই উদ্যোগের অংশ হিসেবে ফুডপ্যান্ডা প্রাথমিকভাবে চট্টগ্রাম ও ঢাকায় ২০ জন রাইডার নিয়োগ করেছে। আরও বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে ফুডপ্যান্ডার প্যান্ডামার্ট ডার্ক স্টোরে ওয়্যারহাউস কর্মী হিসেবে কাজ করছেন।