More

    বোট ক্লাব থেকে বহিস্কৃত হলেও জাতীয় পার্টিতে বহাল তবিয়তে নাসির

    নিজস্ব প্রতিবেদক:

    অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী নাসির উদ্দিন মাহমুদকে এবার ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ কেড়ে নেয়া হয়েছে আরও দুইজনের।

    বহিষ্কারের ব্যাপারে নিশ্চিত করেন ক্লাবের নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ খান। তিনি বলেন, ‘নাসির উদ্দিনের সদস্যপদ সাসপেন্ড (সাময়িকভাবে বহিষ্কার) করা হয়েছে। সে আর ক্লাব ইউজ করতে পারবে না। ইনকোয়ারি রিপোর্টের পর যদি দেখা যায় অভিযোগ প্রমাণিত, তাহলে তার সদস্যপদ পুরোপুরি ক্যানসেল হয়ে যাবে।’

    এর আগে পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় শিল্পপতি নাসির উদ্দিন ও অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

    ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি অভিযোগ করেন, গত ৮ জুন উত্তরার ঢাকা বোট ক্লাবে তাকে কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান নাসির উদ্দিন।

    সাংবাদিকদের পরী জানান, ঘটনার পর থেকে দ্বারে দ্বারে ‍ঘুরেও কোথাও কোনো সহযোগিতা পাচ্ছেন না। নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি নিজের জীবন নিয়েও আশঙ্কার কথা জানান এই অভিনেত্রী।

    ঢাকা বোট ক্লাবে ঘটনা নিয়ে বখতিয়ার খান বলেন, ওই দিনের ঘটনায় অমি ও শাহ আলমের নাম ওঠায় তাদেরও সাসপেন্ড করা হয়েছে।

    ‘এ ঘটনায় ক্লাব থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তারা রিপোর্ট প্রদান করবে। এ বিষয়ে আমরা সিরিয়াস, যেহেতু অভিযোগ গুরুতর, আমরা দ্রুত তদন্ত শেষ করব।’

    এর আগে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পরীমনি এই ক্লাবের সদস্য না। তিনি কোনো সদস্যের সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন। ঐদিন পরীমনি এসেছিলেন এটা নিশ্চিত হওয়া গেছে।’

    ‘তবে ঠিক কী ঘটেছে তা বলতে পারছি না। এখানে একটা লাইসেন্সড বার রয়েছে। শুধু পারমিটধারী সদস্যরা সেবা নিতে পারেন। সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বারের ভিতরে কোন সিসি ক্যামেরা রাখা হয়নি।’

    ‘ক্লাবের নির্দিষ্ট সময়ের পর ঘটনাটা বা রাত ১১টার পর ঘটেছে। এই ঘটনা নিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। এতে নিশ্চিতভাবেই ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেদিন একটা ঘটনা ঘটেছিল বলে শুনেছিলাম, কিন্তু কেউ অভিযোগ না দেয়ায় বিষয়টি গুরুত্ব পায়নি।’

    ক্লাব কি অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এমন প্রশ্ন করলে বখতিয়ার জানান, মূলত যিনি বারে অতিথি আনবেন, নিরাপত্তার দায়িত্ব তারই। বারের ভেতর নিরাপত্তাকর্মীদের ঢুকতে দেয়া হয় না। সুতরাং সেখানে কী হয়েছে, সেটা তাদের জানার কথা নয়।’

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img