নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, বিপুল পরিমাণ দেশী-বিদেশী মুদ্রাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ (১৪-এপিবিএন)।
এ সময় বাড়ির মালিক মো. আইয়ুব ও তার স্ত্রী নুরে নেচ্ছাকে আটক করা হয়।আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া ৫নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের এফসিএন বাসিন্দার মোঃ ইসলাম এর ছেলে মোঃ আইয়ুা(৩৪), মোঃ আইয়ুবের স্ত্রী নুরুনেসা(৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৫ এ ব্লকের বাসিন্দার মোঃ আইয়ুব এর বসতঘরের মেঝেতে গর্ত খুঁড়ে বিপুল পরিমান অবৈধ স্বর্ণ দেশী ও বিদেশী মুদ্রা মজুদ রয়েছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় এপিবিএন।
এসসময় ৩টি স্বর্ণের বার, ১৯টি আংটি, ২ জোড়া কানের দুল, ২টি ছোট টিকলি, ১টি ব্রেসলেট, ৪টি চেইন, চেইনসহ ৪টি লকেট। ২টি চুলের ক্লিপ, ৮টি চুঁড়ি, ১টি নাকফুল, ১টি গলার নেকলেস সহ মোট ৭০ ভরি ৮০৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। সাথে ২৬ লাখ ৩ হাজার ১২০ টাকা ও মায়ানমারের ৩১ লাখ ৭৪ হাজার ৮ শত কিয়াট (মিয়ানমার মুদ্রা) টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন পুলিশ।