প্রভাতি সংবাদ ডেস্ক:
ঢাকা-কলকাতা দুই বাংলায় পরিচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি কণ্ঠে গান তুলেও পেয়েছে পরিচিতি। এবার প্রকাশ্যে এলো নুসরাত ফারিয়ার আলোচিত গান ‘হাবিবি’।
রোববার (৭ নভেম্বর) দুপুরে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যরে গানের ভিডিও। কণ্ঠ দেয়ার পাশাপাশি এতে আগের দুটি গানের মতোই পারফর্মও করেছেন এই তারকা অভিনেত্রী। গানটির কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব।
কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের পাশাপাশি ফারিয়ার দুর্দান্ত নাচ দর্শকের নজর কেড়েছেন। গানটি মুক্তির পর ফারিয়ার ভক্ত-অনুরাগীরা মন্তব্য করে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।
‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝি সময়ে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটার দূরে এক রাজপ্রাসাদে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে এতে পারফর্ম করেছেন।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ফারিয়া। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘আমি শুটিংয়ের ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম, তার উপরে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। শুটিং করি ১৪ অক্টোবর, ১৫ তারিখ ছিল পেপার জমা দেয়ার দিন। খিটখিটে হয়ে ছিলাম, বেশিরভাগ সময়েও ভালো লাগতো না কিছু। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কনন্টেন তৈরির চাপে থাকতাম। এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি, হয়তো আপনারা তার কয়েক মিনিট দেখবেন! আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময়ে মনে রাখবো।’
বছর তিনেক আগে ‘পটাকা’ নামে প্রথম গানে কণ্ঠ দেন নুসরাত ফারিয়া। এরপর ‘আমি থাকতে চাই’ শিরোনামে আরেকটি গান গেয়ে আলোচনার জন্ম দেন এই নায়িকা।