যশোর ব্যুরো
সাম্প্রতিক সময়ে যশোরে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। রবিবার ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখা দাঁড়ালো সাত হাজার ৩৩৬ জন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি বলেন, ‘যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ৩৬৬ জনের নমুনায় ১০৫টি পজিটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ২৯৪ নমুনায় ৭২ জন ও যশোর জেনারেল হাসপাতালে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬৯ জনের নমুনায় ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।’
যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, ‘শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে দেওয়া ফলাফলে জেলার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকি ২২৫ জনের নমুনা নেগেটিভ।’