More

    চাপ কমাতে পরীক্ষা পদ্ধতি বদলাতে চাই-দীপু মনি

    মিজানুর রহমান:

    লালমনিরহাটে শিক্ষা মন্ত্রী দীপু মনি বলেছেন শিক্ষার্থীদের এতো পরীক্ষা আমরা নিতে চাই না,শিক্ষার্থীদের শুধু ক্লাস আর ক্লাস সারাক্ষণ পরীক্ষা, সারাক্ষণ কোচিংয়ের মধ্যে ডুবে থাকা। আমরা এই সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করতে চাই। এজন্য আমরা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে চাই।

    রবিবার (১৩ই মার্চ) দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।শিক্ষা মন্ত্রী তার বক্তৃতায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলেন, তার বক্তৃতা শেষে নূরুল দিনের তেভাগা আন্দোলন নিয়ে লেখা সৈয়দ সামছুল হকের জাগো বাহে কৌনঠৈ সবাই কবিতাটি পড়ে শোনান।

    সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক, ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, বীরমুক্তিযোদ্ধা গেড়িলা লিডার সাংবাদিক ড. শফিকুল ইসলাম কানু ও শিক্ষার্থী তানবীরা বিনতে ওয়াহাব প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে একটি ছাত্রী হোস্টেল, একটি ছাত্র হোস্টেল, একটি একাডেমিক ভবন সহ মোট ৩টি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ও অতিথিবৃন্দ।অতিথি বৃন্দ এসময় কলেজের গুরু নানক লাইব্রেরি, কম্পিউটার ল্যাবসহ কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর শিক্ষামন্ত্রী সড়ক পথে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের উদ্দেশে রওয়ানা হন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img