নিজস্ব প্রতিবেদক
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে ইকসা ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে। ইকসা’র প্রতিষ্ঠাতা রুম্মান সিকদার এই আলোচনাটিকে একটি ভার্চুয়াল মুভমেন্ট হিসেবে অভিহিত করেছেন।
‘ইনোভেটিভ এন্ড কো-অর্ডিনেটেড স্যোশাল অ্যাডভ্যান্সমেন্ট(ইকসা)’ আয়োজিত আলোচনার বিষয়বস্তু ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার: পরিবেশের সাথে সুসম্পর্ক পুনঃস্থাপন’।
আলোচনা সভার মূল উদ্দেশ্যগুলো হলো পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে পরিবেশের সাথে সুসম্পর্ক স্থাপনের প্রতি আগ্রহ সৃষ্টি করা, ব্যক্তিপর্যায়ে পরিবেশের প্রতি দায়িত্ব সম্পর্কে অবহিত করা, বিশিষ্ট চিন্তাবিদ ও নীতি নির্ধারকদেরকে আলোচনায় সম্পৃক্ত করা, তরুণ আলোকচিত্রীদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিত করানো।
ইকসার ফেসবুক পেজে আলোচনা সভাটির জন্যে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং ইভেন্টটির লিংক দিয়ে দেওয়া হয়েছে।