লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট পৌরসভা এলাকায় ময়লা ফেলার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যা শিশুটির পরিচয় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির পরিচয় পেয়ে অভিযান চালিয়ে শহরের সাহেবপাড়া এলাকার একটি রেলওয়ে কোয়ার্টার থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হলেন, ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া কন্যা শিশুটির মা ইভা খাতুন (১৮), তার দুলা ভাই জয়নাল আবেদীন (৩০) ও ইভার মা লুৎফা বেগম (৪৫)।
সদর থানার ওসি শাহ আলম জানান, ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুটির পরিচয় পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে ৩ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির বাবা মায়ের পরিচয় নিশ্চিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.নেওয়াজ মোরশেদ জানান, শিশুটিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার পর নিয়মানুযায়ী তাকে আদালতের নির্দেশে বুধবার রাজশাহীর শিশু নিবাসে পাঠানো হয়েছে।