মিজানুর রহমান:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা সারপুকুর ইউনিয়ন দেল্লারমোড় এলাকায় শিশু ধর্ষনের অভিযোগে মসজিদের এক ইমাম আটক হয়েছেন।ধর্ষিতা শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার ২৬ জানুয়ারী রাতে শিশুটির বাবা আদিতমারী থানায় একটি ধর্ষন মামলা অভিযোগ দায়ের করে, অভিযোগ পাবার পর আদিতমারী থানা পুলিশ ধর্ষক মসজিদের ইমাম ছপিত উল্লাহ মুন্সি (৬৫)কে গ্রেফতার করে।গ্রেফতার হওয়া ছপিত উল্লাহ মুন্সি সারপুকুর ইউনিয়নের দেল্লার মোড় এলাকার মৃত ওসুল খাঁর ছেলে।
ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার শিশুটির বাবা মা শিশুটিকে পাশের বাড়িতে রেখে কাজে বের হন, এসময় বয়োঃবৃদ্ধ মসজিদের ইমাম ছপিত উল্লাহ মুন্সি সাত বছরের ঐ শিশুটিকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। ধর্ষনের ঘটনা বাবা মাকে না বলার জন্য শিশুটিকে ধর্ষক পাঁচটাকা দেন এবং ভয় ভীতি দেখান।
শিশুটির বাবা মা ঘটনাটি জেনে গেলে তারা যাতে থানায় যেতে না পারে এজন্য শিশুটির বাবা মাকে একটি দালাল চক্র আটকে রাখে। বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছে শিশুটিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে বলেন,আমরা বিষয়টি জানার পর ধর্ষিত শিশুর বাবা মাকে থানায় ডেকে এনে তাদের কাছ থেকে লিখিত অভিযোগ নেই এবং রাতেই ধর্ষক ছপিত উল্লাহ মুন্সিকে আটক করি।
এদিকে শিশু ধর্ষনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এলাকাবাসী ধর্ষক ছপিত উল্লাহ মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।