প্রভাতি সংবাদ ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, গত মাসে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কার মাধ্যমে এই হুমকির বার্তা দিয়েছিল এবার তার নাম প্রকাশ করেছেন পাকপ্রধানমন্ত্রী।
ইমরান খান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে একটি হুমকি বার্তা পাঠিয়েছিল। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সাথে বৈঠকে এই হুমকি বার্তা দিয়েছিলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, ইমরান খান ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধ দলগুলোর অনাস্থা প্রস্তাবের মুখে পড়বেন।
ইমরান খান অভিযোগ করেন, তার নিজের দলের লোকেরাই সম্প্রতি মার্কিন দূতাবাসে ঘন ঘন যাতায়াত করেছে। দলের এই ভিন্ন মতাবলম্বীদের এ ধরনের কর্মকান্ড তাকে বিস্মিত করেছে।
ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিযোগ, তার সরকারের দুর্বল পররাষ্ট্র নীতি ও আর্থিক অব্যবস্থাপনা ঝুঁকির মুখে ফেলছে দেশকে। তাই ইমরান খানের পতন ঘটাতে রোববার পার্লামেন্টে বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাব এনেছিল। তবে এই অনাস্থা প্রস্তাব ‘সংবিধানসম্মত নয়’ উল্লেখ করে বাতিল করে দেন অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপর প্রধানমন্ত্রীর প্রস্তাবে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।