যশোর প্রতিনিধি:
যশোরে শুরু হয়েছে প্রথম বিভাগ বাস্কেটবল লিগ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে দু’টি খেলা। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ধুমকেতু ১৯-১২ পয়েন্টে পরাজিত করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। দ্বিতীয় খেলায় কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ৫১-৩৪ পয়েন্টে পরাজিত করে নজরুল সিদ্দিক স্মৃতি সংঘকে।
প্রতিযোগিতার দ্বিতীয় খেলার শুরুতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বাস্কেটবল পরিষদের সহসভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। স্বাগত বক্তব্য রাখেন বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।