যশোর প্রতিনিধি:
আজ সোমবার বিকালে যশোর প্রিমিয়ার ডিভিশন পুরুষ হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হযেছে। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আব্বাস উদ্দীন হারুন স্মৃতি সংসদ। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার বিকেলে যশোর মুসলিম একাডেমি মাঠে তারা আলমগীর সি্িদ্দক স্মৃতি সংঘকে ৩০-২০ গোলের ব্যবধানে পরাজিত করে।
খেলা শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সহ সভাপতি আখিরুজ্জামান সান্টু, এজেম এম সালেক ও মোকসেদ সফি যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজআমানসহ আরো অনেকে।