প্রভাতি সংবাদ ডেস্ক:
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে পাত্তাই পেল না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের দেওয়া ২৪৫ রানের জবাবে ৪২ বল আগেই ১৩৭ রানে গুটিয়ে যায় বিসমাহ মারুফের দল। তাতে ১০৮ রানের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল মিতালী রাজের দল।
আজ রবিবার (৬ মার্চ) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৪৪ রান তোলে ভারত। বড় লক্ষ্যে নেমে ৪৩ ওভারে ১৩৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
ম্যাচের শুরুতেই ওপেনার শেফালি ভার্মার উইকেট তুলে চাপে ভারতকে কিছুটা চাপে ফেলে দেয় পাকিস্তানের মেয়েরা। চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন স্মৃতি মান্দানা ও দীপ্তি শর্মা।
মান্দানার ৭৫ বলে ৫২ রানের পর ৫৭ বলে ৪০ করে ফেরেন শর্মা। পরে ছন্দপতন ঘটে ভারতের। শেষদিকে স্নেহ রানার ৪৮ বলে ৫৩ ও পূজা ভাস্টরেকারের ৫৯ বলে ৬৭ রানে ভর করে আড়াইশর কাছে যায় ভারত।
জবাবে ২৮ রানে নিজেদের প্রথম উইকেট হারায় পাকিস্তান। পরে ভারতের আগ্রাসী বোলিংয়ের সামনে একদমই প্রতিরোধ গড়তে পারেনি দলটি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে। দলের পক্ষে সর্বোচ্চ রান ৩০ আসে ওপেনার সিদরা আমিনের ব্যাটে।
ভারতের রাজেশ্বরী গায়কোয়াড ৩১ রানে ফিরিয়েছেন ৪ পাকিস্তানি ব্যাটারকে। সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পূজা।