More

    যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    যশোর প্রতিনিধি:

    যশোর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, শহীদ মিনারের মূল বেদিতে আশপাশের রাস্তা, রাস্তার পাশের দেয়ালে বাহারী রং দিয়ে আলপনা আঁকা হয়েছে। পাশাপাশি লেখা হয়েছে ভাষা আন্দোলন ও আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতার বিশেষ পঙক্তি, মনীষী-ভাষাবিদদের বাণী। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ভাষা আন্দোলনের গ্রাফিতি।

    যথাযথ ভাবে দিবসটি উদযাপন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

    এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, লুৎফুল কবীর বিজু, আবু মুসা মধু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, এস এম রবি সিদ্দিকী, সন্তোষ দত্ত প্রমুখ।

    একুশের ভোরে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আর একুশের ভোরেও যশোরের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

    প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, জাতীয় পার্টি, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img