ফারুক হোসেন, ঝিকরগাছাঃ
ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের সুস্থতা কামনায় বিশেষ দুয়া অনুষ্ঠান হয়।
মঙ্গলবার সকালে উপজেলা ডাকবাংলো ভবনে এই পরিচিতি সভা ও দুয়া অনুষ্ঠান হয়। নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাসের সঞ্চালনায় নব গঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম লাবু, শেখ সৈয়দ রাসেল সহ কমিটির সদস্য জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, মাহামুদ মুকুল, আল আমিন, মিজানুর রহমান, এনামুল হক মনি, প্রিন্স আহমেদ, শাহ জামাল শিশির, রফিকুল ইসলাম, সেলিম হোসেন, সাজ্জাদুল জামান রনি এবং মিন্টু মিয়া।
দোয়া অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল করোনা পজিটিভ হওয়ায় তার জন্য দোয়া করা হয়। সর্বপরি ঝিকরগাছা উপজেলা সহ বাংলাদেশ ও বিশ্ববাসীর পক্ষে বিশ্বমারি করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া অনুষ্ঠান শেষ করা হয়।