নিজস্ব প্রতিবেদকঃ
গত বছর ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম বিদেশ সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন ইসরায়েলি পরাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুসারে, দুইদিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবারের এক প্রতিবেদনে লাপিদের আমিরাত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া লাপিদ টুইটারে তার আমিরাতে অবতরণের একটি ছবি পোস্ট করেছেন। তিনি তার এই সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।
ইসরায়েলের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমলে গত বছরের আগস্টে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত বছর চার আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা দেয়। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি স্বাক্ষরকারী এসব দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো।