জাকিয়া রিপা:
তুমি একটু ভালো থেকো আমার জন্য
কেউ তো আমার জন্য ভালো থাকেনা।
তুমি একটু হাসো আমার জন্য
কেউতো আমার জন্য হাসেনা।
তুমি একটা স্বপ্ন দেখো আমার জন্য
কেউতো আমাকে নিয়ে স্বপ্ন দেখেনা।
তুমি শুধু একটা কবিতা লিখো আমার জন্য
কেউতো আমায় নিয়ে কবিতা লিখেনা।
দেখবে একদিন তুমি
ভালো থাকার সব ইন্দ্রিয় গুলো জয় করে নিয়েছো।
সেদিন আমি নাইবা রইলাম তোমার কাছে।
তবু জানবো সব কিছু শুধু আমার জন্যই হয়েছে।
লেখক: কবি, কথা সাহিত্যিক ও শিক্ষিকা