More

    লালমনিরহাটৈ ইউপি সদস্যের বিরুদ্ধে মা-বাবাকে বাড়ী ছাড়া করার অভিযোগ

    লালমনিরহাট প্রতিনিধি:

    লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাবা মা কে পিটিয়ে বাড়ী ছাড়া করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যর বিরুদ্ধে।আদিতমারী উপজেলা সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলমের বিরুদ্ধে এই অভিযোগ করেন তার বাবা-মা।

    ইউপি সদস্য মঞ্জুরুল আলমের বিরুদ্ধে তার পিতা আব্দুল করিম ৭মার্চ সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,জেলা প্রশাসক,আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগটি করেন।

    অভিযোগের সুত্রতা ধরে এলাকাবাসী মারফতে জানা যায়, সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল করিম বিয়ে করার পর থেকে পরিবার নিয়ে তার শ্বশুর বাড়ীতে বসবাস করে আসছেন। শ্বশুরের কোন ছেলে সন্তান না থাকায় তার নাতি মঞ্জুরুল আলম কে ৩০শতাংশ জমি দান করেন, সেই জমিতে পরিবার সহ আব্দুল করিম বসবাস শুরু করেন। ইউপি সদস্য মঞ্জুরুল আলম তার বিবাহিত স্ত্রীকে যৌতুকের কারনে বাড়ী থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিক কে বাড়ীতে নিয়ে আসেন, এতে ইউপি সদস্যর বাবা মা বাঁধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে গালি গালাজ করে বাড়ী থেকে বের করে দেবার হুমকি দেন।

    বৃদ্ধ আব্দুল করিম স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নালিশ জানালে, এলাকাবাসী ইউপি সদস্য মঞ্জুরুল আলমকে বৈঠকে ডাকেন, ইউপি সদস্য উক্ত বৈঠকে উপস্থিত না হয়ে বৃদ্ধ বাবা মার প্রতি ক্ষিপ্ত হন, গত ২৩ ডিসেম্বর মঞ্জুরুল আলম তার বাবা মাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেন, উপায় না থাকায় প্রতিবেশী আঃ রাজ্জাকের পরিত্যক্ত একটি ঘরে বৃদ্ধ বাবা মা আশ্রয় নেন। এলাকাবাসী পরে একটি ঘর তুলে দেন ঐ বৃদ্ধ দম্পতিকে ।

    এদিকে বৃদ্ধ পিতা মাতা তার সন্তানের কাছে গচ্ছিত টাকা চাইতে গেলে ইউপি সদস্যর দ্বিতীয় স্ত্রী, টাকা না দিয়ে হুমকি ধামকি দেন এমন অভিযোগ করেন বৃদ্ধ আঃ করিম। ইউপি সদস্য মঞ্জুরুল আলম ও তার দ্বিতীয় স্ত্রী বৃদ্ধ দম্পতির বড় ধরনের ক্ষতি সাধন করতে পারেন এমন আশঙ্কায় বৃদ্ধ আঃ করিম তার ছেলে ইউপি সদস্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে এই প্রতিবেদককে জানান।

    অভিযোগের সত্যতা যাচাইয়ে ইউপি সদস্য মঞ্জুরুল আলম কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

    অভিযোগের বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জে আর সরোয়ারকে জিজ্ঞেস করলে, তিনি জানান লিখিত অভিযোগ এখনও হাতে পাননি তিনি, অভিযোগ হাতে পাবার পর বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নিবেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img