More

    দুর্নীতি মামলায় লালু যাদবের কারাদন্ড

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    পশুখাদ্য দুর্নীতি সংশ্লিষ্ট এক মামলায় ভারতের রাষ্ট্রীয় জনতা দল নেতা (আরজেডি) লালু যাদবকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৬০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রীকে গত সপ্তাহে এই মামলায় দোষী সাব্যস্ত করে আদালত।

    ১৯৯০ এর দশকে বিহারে আলোড়ন তোলে পশুখাদ্য দুর্নীতি। এর অংশ হিসেবে ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনিভাবে তুলে নেওয়া হয় ১৩৯.৫ কোটি রুপি। ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন লালু যাদব। সেই মামলাতেই দন্ডিত হলেন তিনি। বিহারের তিনবারের মুখ্যমন্ত্রী লালু যাদব ছাড়াও এই মামলায় মোট ৩৯ জন দোষী সাব্যস্ত হয়েছে।

    জামিনে থাকা অসুস্থ লালু যাদব ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন। গত ১৫ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত হওয়ার পর ৭৩ বছরের এই নেতাকে রাচির কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

    পশুখাদ্য দুর্নীতি সংশ্লিষ্ট আরেকটি মামলা পাটনার সিবিআই আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলাটি ভাগলপুর ট্রেজারি থেকে বেআইনিভাবে অর্থ তুলে নেওয়ার।

    পশুখাদ্য দুর্নীতিতে প্রায় ৯৫০ কোটি রুপি বেআইনিভাবে তুলে নেওয়া হয়। বিহারের বিভিন্ন ব্যাংক থেকে পশুখাদ্য কেনার এসব অর্থ তুলে নেওয়া হয়। পশু সম্পদ বিভাগ ভুয়া ভাউচারের মাধ্যমে এসব অর্থ তুলে নিতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। এসব দুর্নীতি সংশ্লিষ্ট চারটি মামলায় দন্ডিত হয়েছেন লালু যাদব। এর সবগুলোর বিরুদ্ধে আদালতে আপিল করেছেন তিনি।

    ২০১৭ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন লালু যাদব। বেশিরভাগ সময় তিনি থেকেছেন ঝাড়খন্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স হাসপাতালে। গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে দিল্লিতে নেওয়া হয়।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img