More

  বৃষ্টিতে শেষ তৃতীয় দিনের খেলা

  প্রভাতি সংবাদ :

  ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রবিবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। থামছে না এক মুহূর্তের জন্যও। এমতাবস্থায় মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলায় একটি বল মাঠে গড়ানো সম্ভব হলো না। এর মাঝেই আম্পায়ারেরা জানিয়ে দিলেন দিনশেষের ঘোষণা।

  রবিবার দ্বিতীয় দিনের খেলা সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শেষপর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৩৮ বল। যেখানে ব্যাট হাতে ২৭ রান তুলতে পারে পাকিস্তান। থেমে থেমে হওয়া বৃষ্টিতে দিনের খেলা আর শুরু করার মতো অবস্থা না থাকায় বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

  তৃতীয় দিনেও থামেনি বৃষ্টি। ম্যাচের সময় আধাঘণ্টা আগিয়ে আনলেও লাভ হয়নি। টানা বর্ষণের কারণে খেলা তো শুরু করা সম্ভবই হয়নি, এমনকি হোটেল থেকেই বের হতে পারেনি দুই দল। ম্যাচ রেফারির পরামর্শে হোটেলেই অবস্থান করে দুই দলের ক্রিকেটাররা।

  জাওয়াদের মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর সেটাই যদি হয়, তবে ড্র-ই হবে ম্যাচের ফলাফল।

  উল্লেখ্য, প্রথম দিন ৫৭ ওভার, দ্বিতীয় দিন ৬.২ ওভার ও তৃতীয় দিন ১টি বলও খেলা হয়নি। তিন দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৬৩.২ ওভার। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। খেলা হবে ৯৮ ওভারে।

  © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
  / month
  placeholder text

  সর্বশেষ

  রাজনীাত

  বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

  প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

  আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  আরো পড়ুন

  Leave a reply

  Please enter your comment!
  Please enter your name here

  spot_imgspot_img