নিজস্ব প্রতিবেদকঃ
আইনি স্বেচ্ছাসেবী সংগঠন ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি আশরাফুল আলম রিশাদ ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সৈকত নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (২৯ জুন) ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক শরিফুল হক তুমুল, যুগ্ম আহ্বায়ক আশফাক-উল-হক নিলয় এই কমিটি ঘোষণা করেন।
“Fight for Right, Fight for Justice” এই স্লোগান নিয়ে ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি সম্পূর্ন অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী আইন সংগঠন।
সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশে এমনও মানুষ আছে যারা সঠিক বিচার পাচ্ছে না, আমরা চাই আমাদের এই সংগঠনের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে।