নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলাতে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায়। সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন সিরাজগঞ্জ জেলাতে পালন করতে তৎপর রয়েছে প্রশাসন। পুলিশ, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেটদের সঠিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সন্তোষজনক রয়েছে সিরাজগঞ্জের সার্বিক অবস্থা।
বৃহস্পতিবার (০১ জুলাই) জেলার বাজার স্টেশন কিংবা বড় বড় সড়কগুলোতে প্রশাসনের কঠোর নজরদারী থাকাই মানুষজন এর চলাফেরা অনেকটাই নেই। তবে কিছু কিছু মানুষ বেড় হয়ে প্রশাসনের কাছে দিচ্ছে নানা অজুহাত।
চলাচল সীমিত করতে জেলা শহরের প্রবেশের ৯টি মুখ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ। এতে শহরের ভিতরে প্রবেশ করতে পারছে না কোনো যানবাহন। তবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তেমন কোনো মানুষের চলাচল দেখা যায়নি। বন্ধ ছিল দোকানপাট।
তবে বেলা গড়াতেই মানুষের উপস্থিতি হাট-বাজারে দেখা দেওয়ায় একটু খারাপ অবস্থা বিরাজমান। সাধারণ মানুষের নানান অজুহাত রয়েছে সবসময়।
জেলার দোকানপাট শপিংমল খোলা না থাকলেও কাঁচাবাজারগুলোতে ছিল মানুষের কিছুটা আনাগোনা। জেলা তথ্য অফিস থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে সচেতনতামূলক মাইকিং। খুব দরকার ছাড়া বের না হতে অনুরোধ করা হচ্ছে।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, চলমান লকডাউনে জেলায় জনসচেতনা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনাবাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তা সচেতনতায় দায়িত্ব পালন করবে।
পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম জানান, করোনা সচেতনতায় জেলা পুলিশের পক্ষ থেকে ৫ দিনে ক্যাম্পেইন করা হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় তিন ক্যাটাগরিতে ৭ শতাধিক পুলিশ মাঠে কাজ করছে। শহরের প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। লকডাউনের আওতামুক্ত যানবাহনের যেন কোনো সমস্যা না হয় সেই দিকেও পুলিশের সহযোগিতা রয়েছে।
আরো পড়ুন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় হরিরামপুরে মানববন্ধন
সিরাজগঞ্জে ২৭৭জন মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক শাকিল