মোহাম্মদ কামরুল ইসলাম:
ওরে উদা যাস কোথা ব’লে যা না শুনি-
তোকে ফেলে গেল চলে তোর টুনটুনি।
‘লাভ করি’ ধুস্ শালা কোন্ কুক্ষণে
ঝটপট বলে দিলি বুঝি আনমনে।
ডি মারিয়া বিলা হয়ে কষে দিল ঘুষি-
তার চেয়ে গরু হতি, খেতি খইল ভুষি।
ডিগবাড়ি খায় উদা বন্ধুরা ছোটে-
সানা মিতি ফারিয়ারা দাঁতে নখ খোটে;
বিপদের ঘ্রাণ পেয়ে এক সারমেয়-
ছুটে যায় উদা পানে আর নাই কেও।
ঝট ক’রে টেনে ধরে উদাসের জামা-
থেমে যায় উদাসীন- জান তামা তামা।
কুকুরের মুখ পানে চেয়ে উদাসীন
আনমনে কেঁপে ওঠে, মনে ক’রে ঋণ।
সারমেয় তক্ষুনি না ধরিলে টেনে-
প’ড়ে যেত উদাসীন নির্ঘাৎ ড্রেনে।
হঠাৎ কী মনে এলে উদাসীন কবি-
ভেউ ভেউ কেঁদে ওঠে, হাসে দূরে রবি।