মোহাম্মদ কামরুল ইসলাম:
মারিয়ার চিঠি নিয়ে উদাসীন ভাবে-
এই অদ্ভূত গিফ্ট আর কী সে পাবে?
ভাগ্যিস ক্রিমিনাল নেয়নি এ চিঠি;
চিঠি নিলে লেগে যেত জোর খিটিমিটি।
ঐ ব্যাটা জানে নাকি প্রেম বলে কাকে!
প্রেম শুধু কবিদের দিল জুড়ে থাকে।
বাসভাড়া নেই বলে হাঁটা করে শুরু-
চিঠিতে কী লেখা আছে বুক দুরুদুরু।
তিন মাইল রাস্তার ধুলোবালি খেয়ে,
গরমের উত্তাপে কাল ঘামে নেয়ে-
বাড়ি ফেরে উদাসীন রাত সাড়ে বারো;
লোড শেডিংয়ের গুনে জ্বালা বাড়ে আরও।
রাত সোয়া তিনটায় বাজ পড়ে ঝড়ে;
মারিয়ার চিঠি খুলে উদাসীন পড়ে-
“লাভ চাও! প্রেম চাও উদাসীন কবি-
ইউ নো, দ্যাটস মাই ফেভারিট হবি।
আইফোন থার্টিন নিয়ে এসো গিফট;
তক্ষুণি খুলে দেব হৃদয়ের লিফট।”