মোহাম্মদ কামরুল ইসলাম:
চিঠি প’ড়ে উদাসীন খায় জোর ঝাঁকি;
বুঝতে পারে না এটা সত্যি না ফাঁকি!
চোখ কচলিয়ে ফের পড়ে চিঠিখানা;
বুঝে ফ্যালে যা লিখেছে খাঁটি ষোল আনা।
তার মানে, ডি. মারিয়া প্রেম করে সেল!
প্রেম বুঝি দই ছানা সরিষার তেল ?
ভাবতে পারে না উদা আর কিছু আর;
বইতে পারে না কবি হৃদয়ের ভার।
হৃদপিন্ডের শিরা ছিঁড়ে গেছে ওর।
মনে হয়, কোনদিন আসবে না ভোর।
কী যেন কী ভেঙ্গে গেছে, পুড়ে গেছে সব।
কবরের স্তব্ধতা, নেই কলরব।
ভালোবাসা, লাভ, প্রেম সেল হয় রোজ;
উদাসীন কবি বলে, পায়নি সে খোঁজ।
আইফোন বিনিময়ে মারিয়ার প্রেম;
অনেকেই লুফে নেবে; শেইম শেইম শেইম!
বাস্তব পৃথিবীটা উদাসের কাছে-
টিন এজ ফ্যান্টাসী আজও হয়ে আছে।