মোহাম্মদ কামরুল ইসলাম:
একদিন ডি মারিয়া বন্ধুতা ছলে,
উদাসীন কবিটাকে ধীরে ধীরে বলে-
‘ক্লাশমেট অ্যাফেয়ার অনেকেই করে,
ব্রেক আপ হয়ে গেলে দুই কান ধরে;
ঐ সব কখনোই চাইনি তো আমি-
তুমি জানো আর জানে অন্তর্যামী।’
উদাসীন খুশি হয়ে মেনে নেয় সব;
বন্ধুরা দূরে বসে করে কলরব।
বুঝে যায় উদাসীন, ‘এ জগতে হায়!
সে-ই পায় ভালোবাসা, প্রেম যে না চায়।’
আর কিছু চাইবে না উদাসীন কবি;
হৃদপটে আঁকা থাক মারিয়ার ছবি।
পাওয়াটাই সব নয়, কিছুটা ‘না পাওয়া’
কিছু কিছু ব্যক্তিকে করে নাকি ধাওয়া।
তাই যদি হয় ‘প্রেম’ না পাওয়াই ভালো।
হৃদয়ের ঘরে থাক প্রেম মাখা আলো।
এই ভেবে মনটাকে সান্তনা দিয়ে
উদাসীন মেনে নেয় মারিয়ার বিয়ে।