মোহাম্মদ কামরুল ইসলাম:
বিয়ে ভেঙ্গে উদাসীন ফিরে যায় বাড়ি;
সকলের সাথে তার জনমের আড়ি।
আর কোনদিন উদা দেখেনি কো কনে;
বনলতা মুখটাই ভেসে ওঠে মনে।
আফসোস করে কবি, আহা কী যে ভুল;
টের পায় বুকে ব্যথা- মৌমাছি হুল।
কতদিন গিয়েছে সে শংকুর পাড়া;
সবকিছু বিস্বাদ বনলতা ছাড়া।
কতদিন ভেবেছে সে- চেয়ে নিয়ে মাপ;
বিয়ে সেরে শংকুকে মেনে নেবে বাপ।
মনমরা উদাসীন ঘুরে ঘুরে মরে-
কেঁপে ওঠে থেকে থেকে বনলতা জ্বরে।
কোন এক সন্ধ্যায় ওলি ওড়ে ফুলে-
চোখাচোখি হয়ে যায় বনলতা, ভুলে!
মেয়েটার টানা চোখে গভীরতা দেখে
টোল পড়া দুই গালে দৃষ্টিটা রেখে-
ভুলে গেল হয়েছিল কী যে সেই দিন,
পিছে পিছে হাঁটা দিল কবি উদাসীন!