মোহাম্মদ কামরুল ইসলাম:
মুখোমুখি ব’সে থাকে বনলতা উদা-
শ্রাবণের ধারাপাতে কেঁপে ওঠে পাতা।
মাঝরাতে কফিশপ ঠনঠন ফাঁকা।
মোমবাতি নিভুনিভু জ্বলে একা একা।
আধো আলো আধারিতে জল নিয়ে চোখে-
বনলতা উদাসীন ঠায় বসে থাকে।
কত কথা জমে আছে উদাসের বুকে-
চেপে গিয়ে, টেনশনে বেনসন ফুকে;
এই দেখে বনলতা টোল ফেলে হাসে
নার্ভাস কবিয়াল খুশকুশ কাশে।
‘কী যেন বলার ছিল?’- বলে বনলতা।
উদাসীন খিকখিক, চুলকায় মাথা।
কোন কথা হয়নিকো সেই ঝড়ো রাতে,
হয়নিকো হাত রাখা তুলতুলে হাতে-
আসেনিকো ইঙ্গিত ভ্রুকুটির বাণে,
বাজেনিকো কোন গান ঐ দুই প্রাণে।
শ্রাবণের ধারা শুনে কেটে যায় রাত-
আলো ফুটে নেচে এল সোনালী প্রভাত।