মোহাম্মদ কামরুল ইসলাম:
চার হাত পাঁয়ে উদা পিলপিল ছুটে-
টেবিলের কাছে গিয়ে সোজা হয়ে উঠে;
দাঁত বের করে বলে, ‘বনলতা তুমি?’
বাঁকা হেসে বনলতা বলে, ‘জ্বী জ্বী আমি,
আপনার সেলফোন অফ ক্যান স্যার ?’
দুই চোখে তার-ছেড়া-কাউয়ার ধার।
‘ঐ কথা থাক লতা, ‘লাঞ্চ করি চল’
সহসাই বিরিয়ানী বোরহানি এল।
চিকমিক করে ওঠে উদাসের চোখ-
নিমেষেই মিটে গেল সব জ্বালা রোখ।
হাউ-মাউ-খাউ হাসে উদাসীন কবি
ক্যান্টিনে কলিগেরা চাখে এই ছবি।
জেনারেল ম্যানেজার পাশে এসে বসে,
খাতিরের ভঙ্গিতে মিটিমিটি হাসে।
উদাসীন বিব্রত মুখ করে লাল-
বুড়া মিয়া টিপে দেয় উদাসের গাল!
ফিসফিস করে বলে, সুন্দরীটা কে?
‘বনলতা’ বলে উদা বোরহানি চাখে।