মোহাম্মদ কামরুল ইসলাম:
‘বউ নিয়ে খেতে এলে কাফ্ফারা কই?’
এ কথায় ক্যান্টিনে পড়ে হইচই।
বনলতা ঘাড় গুজে বিরিয়ানী খায়
মাঝে মাঝে উদাসের মুখপানে চায়।
উদা বলে, ‘ বউ নয়, এ আমার ইয়ে।’
বুড়া কয়, ‘কংগ্রাটস, করে ফেলো বিয়ে।’
জিএমের নেক টাইয়ে জোরে দিয়ে চাপ
তর্জনী তুলে কবি বলে, ‘সাট আপ।’
ক্যান্টিন নিশ্চুপ কী জানি কী হয়!
‘সাব্বাস উদাসীন’ হেসে বুড়ো কয়,
সুখে থাক আজীবন নন্দিত জুটি
লাঞ্চের পরে আজ সব্বার ছুটি।
হাততালি পড়ে খুব ‘ব্রাভো উদা’ রব
নীরবেই উদাসীন সয়ে নেয় সব।
মজা পায় বনলতা, লাজে মরে উদা।
শক খেয়ে উবে যায় উদাসের ক্ষুধা।
তুলতুলে হাতখানি ধরে বলে, চল।
এক জোড়া প্রজাপতি উড়ে চলে গেল।