নিজস্ব প্রতিবেদকঃ
অ্যান্টিভাইরাস সফটওয়্যারের আবিষ্কারক জন ম্যাকাফির মরাদেহ স্পেনে কারাগারের কক্ষ থেকে বুধবার উদ্ধার করা হয়েছে। কারাকক্ষের ভেতরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী জাভিয়ের ভিলালভা।
গত বছরের অক্টোবরে ইস্তাম্বুলগামী একটি ফ্লাইটে ওঠার আগে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে গ্রেপ্তার হন ম্যাকাফি।করফাঁকির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছিল স্পেনের একটি আদালত।
২০১৯ সালে নিজের টুইটার অ্যাকাউন্টে ম্যাকাফি জানান, গত আট বছর ধরে তিনি কর দেননি; কারণ কর আদায়কে তিনি অবৈধ মনে করেন। একই বছর অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে গ্রেফতার হন তিনি।
এর আগে প্রতিবেশীকে হত্যার অভিযোগে ২০১২ সালে গুয়েতেমালাতে গ্রেফতার হয়েছিলেন ম্যাকাফি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমণিত না হওয়ায় ছাড়া পান।
চলতি মাসের শুরুতে ভিডিওলিংকের মাধ্যমে শুনানিতে ম্যাকাফি বলেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে তাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে।যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের অভিযোগ, ৭৫ বছর বয়সী ম্যাকাফি পরামর্শ, বক্তৃতা ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লাখ লাখ ডলার আয় করলেও গত চার বছরে জমা দেননি আয়কর রিটার্ন।
শুনানিতে ম্যাকাফি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে অবিচার হচ্ছে। আমি আশা করছি, স্পেনের আদালত এটা দেখবেন। যুক্তরাষ্ট্র আমাকে ব্যবহার করে একটি উদাহরণ তৈরি করতে চায়।’
এক বিবৃতিতে এ সম্পর্কে কাতালোনিয়ার বিচার বিভাগ জানিয়েছে, তার মৃত্যুর ধরনে এটি স্পষ্ট যে তিনি নিজেকে স্বেচ্ছায় মৃত্যুর হাতে সমর্পণ করেছেন। কারাগারের মেডিকেল টিম তাকে বাঁচনোর যাবতীয় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।