লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মটর সাইকেল চালক দের ১৭টি মামলায় ৯হাজার ৬শত ৫০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মাস্ক পরিধান না করায় মাস্ক পরিয়ে অনেক কে সতর্ক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) লালমনিরহাট শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কর হয়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম সুত্রে জানাযায়, কুলাঘাট ফুলবাড়ি বড়বাড়ি সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মটর সাইকেল চালকদের ১৭টি মামলায় ৯হাজার ৬শত ৫০টাকা জরিমানা করা হয়। মাস্ক পরিধান না করায় সকলকে মাস্ক পরার জন্য সতর্ক করেন,এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন প্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্রমান আদালত সুত্র জানা যায় নিয়মিত অভিযানের অংশ এটি ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।