More

    ঝিকরগাছায় গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি নাসির

    ফারুক হোসেন, ঝিকরগাছাঃ

    ‘প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সারাদেশে চলমান আছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি (এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বর) আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছি। উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা একযোগে ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে।’

    যশোরের ঝিকরগাছায় গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি এম.এল স্কুল মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।

    এসময় ঝিকরগাছা ইউনিয়নের ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতি প্যাকেটে ছিল, চাল, মশুর ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন ও একটি সাবান।

    ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে এই ত্রাণ দেয়া হচ্ছে।

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সারাদেশে চলমান আছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি (এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বর) আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছি। উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা একযোগে ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে।’

    বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখা হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের একযোগে কাজ করতে হবে। ত্রাণ বিতরণ কার্যক্রম শুধু এই ইউনিয়নে নয় বরং সকল ইউনিয়নসহ সমগ্র দেশে চলছে।

    তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটা ইউনিয়নে কয়েক হাজার মানুষকে বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে, আগামীতে আরো আনা হবে।

    মুক্তিযোদ্ধাদের অবদান অসামান্য উল্লেখ করে এমপি নাসির বলেন, বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়া হয়েছে। তাদের ভাতার টাকার পরিমাণ বাড়ান হয়েছে।

    ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক তার বক্তব্যে বলেন, যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এই ত্রাণ দেয়া হচ্ছে। সার্বিক নির্দেশনা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি।এই ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে ঝিকরগাছা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

    উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা ইউপি চেয়ারম্যান আমীর হোসেন, বিআরডিবি কর্মকর্তা বিএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু, যুবলীগ নেতা নজরুল ইসলাম, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক।

    ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী ছাত্রলীগ

    ত্রাণ বিতরণের জন্য সুশৃঙ্খল্ভাবে সকলকে স্কুলমাঠে আনা হয়। ত্রাণের প্যাকেটগুলো নিরাপদ দুরত্বে সাজিয়ে রাখা হয়। সেখান থেকে একের পর এক প্যাকেট নিয়ে যায় ত্রাণ প্রত্যাশীরা।

    ত্রাণ বিতরণের পূর্বে এই প্যাকেটগুলো স্কুলমাঠে নিরাপদ দূরত্বে রাখার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত শান্ত ও সৈকতের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা প্যাকেট সাজানোর কাজ করে। এসময় উপস্থিত ছিল, ছাত্রলীগ নেতা, নাসির, আকিব, সজিব প্রমূখ। ঝিকরগাছা ইউনিয়নের গ্রামপুলিশরা এ কাজে সার্বিক সহায়তা করে।

    ত্রাণ বিতরণে স্বচ্ছতার জন্য ইউনিয়ন পরিষদকে তালিকা প্রণয়নের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। ইউপি মেম্বররা গ্রামের ভ্যানচালক, চায়ের দোকানদারসহ দুস্থদের তালিকা তৈরীর কাজ করে। তালিকা অনুযায়ী দুস্থদের ত্রাণ দেয়া হয়।

    উপজেলার কাশিপুর গ্রামের চায়ের দোকানী ইসমাইল জানান, করোনাকালীন সময়ে দোকান খুলতে পারছেন না। এই ত্রাণের মাধ্যমে কিছুদিন হলেও খাবারের ব্যবস্থা হলো।

    সাগরপুর গ্রামের একজন জানান, তিনি পেশায় ভ্যানচালক। চলমান লকডাউনে খাবারের খুব কষ্ট ছিল। ত্রাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন তিনি।

    ত্রাণ বিতরণ শেষে হাসপাতাল পরিদর্শন

    ত্রাণ বিতরণ শেষ করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান এমপি নাসির উদ্দিন। তিনি হাসপাতালে চলমান করোনা টিকাদান কর্মসূচি পর্যবেক্ষন করেন। হাসপাতালের সার্বিক খোঁজখবর নেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুল আলম অক্সিজেন সংকটের কথা বলেন। তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করবেন বলে জানান। তিনি হাসপাতালের করোনা চিকিৎসায় গৃহিত কার্যক্রম দেখে সন্তুষ্ঠি প্রকাশ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, ছাত্রলীগ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img